Category Archives: মধুপুর ভাওয়াল

মধুপুর

নামকরণঃ

ঐতিহ্যবাহী শালবন বিহারখ্যাত মধুপুর থানা সৃষ্টি হয় ১৮৯৮ ইং সালে। ১৯৮৩ ইং সাল হতে উপজেলায় উন্নীত করা হয়। মধু হতে নাম হয়েছে মধুপুর।

ইতিহাসঃ

কয়েকশ বছরের পুরানো বন মধুপুর। কখনও এটি ছিল রাজাদের আয়ত্বে, কখনও বা জমিদারদের দখলে। তবে এটি বন বিভাগের অধীনে আসে ১৯৬২ সালে। এরপরে ১৯৭৪ সালের বন্যপ্রাণী আইনের আওতায় মধুপুর বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা দেওয়া হয় ১৯৮২ সালে।

অবস্থান

উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে ঘাটাইল উপজেলা, পূর্বে ময়মনসিংহ জেলা ও পশ্চিমে গোপালপুর উপজেলা ও ধনবাড়ী উপজেলা